DOREENPWR__ কেনো কিনেছিলাম তার কোন টেকনিক্যাল ব্যাখ্যা আমার ছিল না। ৯০ টাকার একটা শেয়ার ৫০ টাকায় নেমেছিলো। পারসেন্টেজের হিসাবে প্রায় ৪৫% ; টাকার হিসাবে ৪০ টাকা। শুধু এটুকু মাথায় ছিল , কারণ শেয়ারটি নিয়ে প্রচুর চর্চা ছিল ফেবুতে। শেয়ারটির ইপিএস মাইনাস দিয়েছে তাও জানা ছিল না।
ঠিক এমন অবস্থায় শেয়ারটির ট্রেডিং স্ক্রলে শেয়ারটিতে চোখ আটকে গেলো। ৫৩.৬০ টাকায় টানা ঘণ্টা দুয়েক ক্রমাগত ট্রেড হয়ে গেলো। কখনো বা কিছু হ্রাস- বৃদ্ধি হচ্ছিলো কিন্তু ঘুরে ফিরে ৫৩.৬০। শেয়ারটিতে আগ্রহ তৈরি হোল। মাইনাস ইপিএস নিয়ে কতদূর টানবে জানিনা তবে আশা করছি এইটানে ৬১ পাবো ইনশাআল্লাহ্।
No comments:
Post a Comment