শেয়ারটি অনেকেই উৎসাহ দেখাচ্ছেন । আসলে ক্লান্তিকর দীর্ঘ যাত্রা শেষে যদি কোন শেয়ার Rad Bull এনার্জি ড্রিংক পান করে তবে বলতেই হয়, " Red Bull gives CONFIDCEM wings"।
আচ্ছা যদি CONFIDCEM পাখা পেয়ে যায় তবে তো ভালোই , যারা কিনবেন এবং আগে কিনে রেখেছেন তারা Red Bull এর ঝাঁজ ভালোই উপভোগ করবেন। Red Bull খেলে যে আসলেই পাখা গজায় তার কিছু সাক্ষী পাওয়া যাবে। USA এর এক ব্যাক্তি অস্ট্রেলিয়ান এই কম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছেন ১০ বছর ধরে নিয়মিত Red Bull খেয়েও তার পাখা গজাইনি। মিথ্যা এড দেয়ার অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সিরিয়াসলি নিবেন না মজা করছিলাম____ আমরা শেয়ার কেনার সময় লসের হিসাব করি না , কিন্তু করা উচিৎ। যদি শেয়ারটি আরো উপরে যায় ভালো , কিন্তু না যাবার সম্ভাবনাও আছে , যদি না যায় সম্ভাব্য লসের হিসাব করে রেখেছেন কি? আল্লাহ ভরসা
No comments:
Post a Comment