আমার এক বন্ধু বলেছেন পজেটিভ এনালাইসিস দিতেই হবে !! শেয়ারটির ব্যাপারে তার খুব আগ্রহ এবং কিনতে চান। আমি এনালাইসি করার সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। তাই নিরপেক্ষ ভাবেই এনালাইসিসটি করলাম। শেয়ারটি খুব বেড়ে আছে এমন একটি সেন্টিমেন্ট আমাদের মাঝে কাজ করছে। কিন্তু ভলিউম এই সেন্টিমেন্টের বিপক্ষে কথা বলছে। এর পাশাপাশি সর্বশেষ বিয়ারিশ ট্রেন্ড এর ৫০% ফিব আর সর্ট টার্ম হরাইজন্টাল সাপোর্ট এবং মিড টার্ম রাইজিং ট্রন্ড লাইনের এর উপরে বর্তমানে অবস্থান করছে। যা ৭৪ থেকে ৭৬ পর্যন্ত। তাই ৭৪ এর উপরে থাকা পর্যন্ত আমি শেয়ারটিতে পজেটিভ।
আর শেয়ারটি নেগেটিভ মুডে গেলে কি হতে পারে তাও দেখানোর চেষ্টা করেছি।
কি করা উচিতঃ যদি এগ্রেসিভ হয়ে এখনই কিনেন তবে অবশ্যই স্টপ লস সেট করে নিবেন নচেৎ অপেক্ষা করুন এবং শেয়ারটির মুভমেন্ট দেখে সিধান্ত নিন
আল্লাহ ভরসা
No comments:
Post a Comment