Saturday, April 9, 2016

BDFINANCE


এনালাইসিসটি একজনের অনুরোধে করা__ আমি ব্যাংক ফিনান্স নিয়ে আশাবাদী। তাই এতো বৃদ্ধি পাওয়া একটা শেয়ার এক ঝটাকায় বাদ দিতে পারলাম না__ অন্তত যতক্ষন ১৪.৮০ এর উপরে ততক্ষন পর্যন্ত শেয়ারটির বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকবে__ ABCD প্যাটার্ন কমপ্লিট করেছে... রাইজিং চ্যানেলের মধ্যেই আলমোষ্ট এখনো আছে এর পাশাপাশি যদি ফ্ল্যাগ প্যাটার্ন পূর্ন করে তবে তবে তো সোনায় সোহাগা। সেক্ষেত্রে টার্গেট আরো অনেক উপরে হবে এখান থেকে। তবে যদি ১৪.৮০ এর নীচে নেমে যায় তবে বৃদ্ধি পাবার আইডিয়া বাতিল বলে গন্য হবে এবং সেক্ষেত্রে ডাউন টার্গেট চার্টে দেখানো আছে__ আল্লাহ ভরসা

1 comment: