বিশ্বাস বলতে সাধারণতঃ পারিপার্শ্বিক বস্তুসমূহ ও জগৎ সম্পর্কে ব্যক্তির স্থায়ী প্রত্যক্ষণকৃত ধারণা (উপলব্ধি) বা জ্ঞান এবং তার নিশ্চয়তার উপর আস্থা বোঝানো হয়। আবার বিশ্বাস মানে হতে পারে আশা (hope) বা আশ্বাস (assurance) বা বিশ্বাস করার ইচ্ছা (willingness to trust)। বিশ্বাস হতে পারে কোন বাহ্যিক বা অভ্যন্তরীণ অনুভুতির সচেতন অনুধাবন।
বিশ্বাস হতে পারে একজনের ব্যক্তিগত কষ্ট কল্পনা। যেমন সিজোফ্রেনিয়ার রোগীরা অনেক কিছু দৃঢ় ভাবে বিশ্বাস করে থাকে এবং তার বিরুদ্ধে প্রমাণ দেখালে সেই বিশ্বাস আরো বদ্ধমূল হয়ে যেতে থাকে। এই ধরণের ভিত্তিহীন বা যুক্তির অতীত বদ্ধমূল অন্ধবিশ্বাসকে বলে ডিলিউসন (delusion)। আবার বিশ্বাস হতে পারে কোন জনতার সম্মিলিত জনমত।
আসলে আমাদের সব কিছুই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে। বিশ্বাস না থাকলে জীবনের গতীই থাকতো না। যেমন গতি নাই বর্তমান শেয়ার মার্কেটে। এই মার্কেটে জড়িত কোন পক্ষই একে অপরকে বিশ্বাস করে না।
আবার বিশ্বাসের দৃঢ়তা যা খুব বেশী হলে তাকে বলা যায় ভক্তি বা অন্ধবিশ্বাস। এই ভক্তিও দেখা যায় আমাদের মার্কেটের এক শ্রেণীর মানুষের মধ্যে। মাল্টি ন্যাশনালগুলি তার প্রকৃষ্ট উদাহরণ। একটি সময় আমি যতই বলছিলাম ,"বিলাতি রাবার হলেও তার সহ্যসীমা আমাদের পরোখ করা উচিৎ না ।" সিজোফ্রেনিয়ার রোগী মতো তাদের বিশ্বাস যেন আরো বদ্ধমূল হতো।
বিশ্বাসের বিপরীত শব্দগুলির মধ্যে মনে হয় "ঘৃণা" একটি । বর্তমানে ব্যাংক সেক্টরে এই আস্থাহীনতা বা ঘৃণা আমরা দেখতে পাই। কিন্তু এমন একটা সময় আসবে যখন এই অবস্থার পরিবর্তন আসবে। যে পরিবর্তন মাল্টিন্যাসনাল এ দেখেছি আমরা সেই একই পরিবর্তন আমরা ব্যাংক সেক্টরে দেখবো ইনশাআল্লাহ।
TRUSTBANK নিয়ে এনালাইসিস দিতে গিয়ে এতো কথা বলে ফেললাম। কিনতে ইচ্ছা হচ্ছে। কিন্তু এই আস্থাহীনতার Mob reaction
আমার বিশ্বাসেও ফাটল ধরিয়েছে।
বিশ্বাস হতে পারে একজনের ব্যক্তিগত কষ্ট কল্পনা। যেমন সিজোফ্রেনিয়ার রোগীরা অনেক কিছু দৃঢ় ভাবে বিশ্বাস করে থাকে এবং তার বিরুদ্ধে প্রমাণ দেখালে সেই বিশ্বাস আরো বদ্ধমূল হয়ে যেতে থাকে। এই ধরণের ভিত্তিহীন বা যুক্তির অতীত বদ্ধমূল অন্ধবিশ্বাসকে বলে ডিলিউসন (delusion)। আবার বিশ্বাস হতে পারে কোন জনতার সম্মিলিত জনমত।
আসলে আমাদের সব কিছুই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে। বিশ্বাস না থাকলে জীবনের গতীই থাকতো না। যেমন গতি নাই বর্তমান শেয়ার মার্কেটে। এই মার্কেটে জড়িত কোন পক্ষই একে অপরকে বিশ্বাস করে না।
আবার বিশ্বাসের দৃঢ়তা যা খুব বেশী হলে তাকে বলা যায় ভক্তি বা অন্ধবিশ্বাস। এই ভক্তিও দেখা যায় আমাদের মার্কেটের এক শ্রেণীর মানুষের মধ্যে। মাল্টি ন্যাশনালগুলি তার প্রকৃষ্ট উদাহরণ। একটি সময় আমি যতই বলছিলাম ,"বিলাতি রাবার হলেও তার সহ্যসীমা আমাদের পরোখ করা উচিৎ না ।" সিজোফ্রেনিয়ার রোগী মতো তাদের বিশ্বাস যেন আরো বদ্ধমূল হতো।
বিশ্বাসের বিপরীত শব্দগুলির মধ্যে মনে হয় "ঘৃণা" একটি । বর্তমানে ব্যাংক সেক্টরে এই আস্থাহীনতা বা ঘৃণা আমরা দেখতে পাই। কিন্তু এমন একটা সময় আসবে যখন এই অবস্থার পরিবর্তন আসবে। যে পরিবর্তন মাল্টিন্যাসনাল এ দেখেছি আমরা সেই একই পরিবর্তন আমরা ব্যাংক সেক্টরে দেখবো ইনশাআল্লাহ।
TRUSTBANK নিয়ে এনালাইসিস দিতে গিয়ে এতো কথা বলে ফেললাম। কিনতে ইচ্ছা হচ্ছে। কিন্তু এই আস্থাহীনতার Mob reaction
আমার বিশ্বাসেও ফাটল ধরিয়েছে।
No comments:
Post a Comment