Monday, March 28, 2016

Market observations



গত বৃহস্পতিবার__ বেলা বাড়ার সাথে সাথে অস্থিরতাও বাড়ছিল__ কিছু MICEMENT কেনা ছিল__ গড় দাম ৮০ এর কিছু বেশী___ সিধান্ত নিতে কষ্ট হচ্ছিলো__ রবিবারে ইনডেক্স বাউন্স করার টেকনিক্যাল সম্ভাবনা ছিল___ একজন এনালিষ্ট এর সব চেয়ে বড় অস্ত্র তার  intuition .  intuition বলছিল পরাজয় মেনে নিয়ে সাইড লাইনে যাওয়াই কৌশলগত দিক দিয়ে বুদ্ধিমানের কাজ হবে__ বহু শেয়ার তৈরি হচ্ছে__ এমন ক্ষেত্রে আমি ১% কেন .০০১% ঝুঁকি নিতেও রাজি নই। 

 বৃহস্পতিবার  ১.৩০ মিনিটে হাউজ অপারেটরকে ফোন দিয়ে বললাম সব সেলে বসান ... অপারেটর জিজ্ঞাসা করেন," কি রেটে?" বলি "বামে মারেন"। হ্যা পরাজিত হলাম বটে সেদিন , কিন্তু আমি যুদ্ধে থাকলে আমার সেনাবাহিনীর ক্ষতি আরো বেশী হতো। 

ইনডেক্স আসলে কি বলতে চাচ্ছে তা আমি পরিষ্কার বুঝতে পারছিনা___ সেন্টিমেন্ট বলে সুনির্দিষ্ট কোন নিউজ ছাড়া এই মার্কেট ভালো হবে না এমনি এমনি। নিউজ দরকার। কিন্তু টেকনিক্যাল এনালাইসিস বলছে , যদি মার্কেট এখান থেকে আরো ৪০০ পয়েন্টও পড়ে তাও কিছু বৃদ্ধি দরকার। মোট কথা মার্কেট আরও পড়তে চাইলেও তাকে কিছু বাড়াতে হবে। কতো টুকু বাড়বে তা নিয়ে এখন কোন ক্যাল্কুলেশানই কাজ করবে না , কারণ হিসাব মেলানোর জন্য যে প্রান্ত দরকার তা এই মুহূর্তে আমাদের হাতে নাই। আমরা শুধু আশা করতে পারি _ আল্লাহ ভরসা

No comments:

Post a Comment