Thursday, March 24, 2016

Market Observations


কুল্লু খাল্লাস___ আরে আরে থাম থাম ধর ধর... এক ঝুড়ি ডিম রানা ভাইয়ের সালার হাত থেকে মাটিতে... হলুদ আর স্বচ্ছ পদার্থে জায়গা ছয়লাব... রানা ভাই বলে উঠে... কুল্লু খাল্লাস... সেদিন আর কিছু বললাম না... পরে একদিন রানা ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কুল্লু খালাস মানে কি? মুস্কি হাসি দিয়ে বলেন... মানে ,"আর কিছু বাকি নাই সব শেষ"।

এবার রানা ভাইয়ের কথা বলি  , বহুদিন UAE তে ছিলেন , ক্লিনার হিসাবে। দেশে ফেরেত এসে পাড়ার গলির মুখে ছোট একটা মুদি দোকান দিয়েছেন তখন কেবলি। তার ব্যবসার কৌশল ভালো। কাস্টোমারদের সাথে পার্সোনাল রিলেশান তৈরি করেন। ফলে কাস্টোমারদের একধরণের দায়বদ্ধতা এসে যায়, তাকে পাশ কাটিয়ে অন্য দোকানে যেতে পারে না। ভারি মাইডিয়ার লোক। 

আজ মার্কেট দেখে আমার মনে হচ্ছিলো রানা ভাইয়ের কথা... কুল্লু খাল্লাস... ছোট্ট ইনভার্ট হেড সোল্ডার হতে পারে বা হতে পারে বেখাপ্পা দর্শন উলফ ওয়েভ, এখান থেকে যেতে পারে ৪৫০০ এর কাছাকাছি। যাবে কি? দেশের আর্থিক খাতের বর্তমান অবস্থায় ? তবে যদি যায় তবে তাতে টেকনিক্যাল লজিক আছে।.. না গিয়ে , গত বছরের এপ্রিল মাসে মতো কি খাড়া নীচের দিকে পড়বে? আমি বলতে পারছিনা। 

যতটুকু পড়েছে ঠিক আছে.... পড়া লজিক্যাল ছিল.... এর নীচে পড়তে থাকলে কিন্তু কুল্লু খাল্লাস হতে বাকি থাকবে না__ আল্লাহ ভরসা

No comments:

Post a Comment