বাংলাদেশ ব্যাংকের গভর্নর , অর্থমন্ত্রী , SEC ,ICB আরো যে কতজনকে আমরা দোষ দেই ... তার ইয়াত্তা নেই। মার্কেট খারাপ বা ভালো করার ক্ষেত্রে ইনাদের আদৌ কোন হাত বা ক্ষমতা আছে কি ? তা আমরা কয়জন ভেবে দেখি?? এইটুকু বোধ যদি আমাদের না থাকে তবে আমরা কেমন করে এই ব্যবসা করবো?? সমস্ত দোষ আমাদের ... এই বোধ যতদিন আমাদের না হবে , ততদিন আমরা অন্যের ঘাড়ে দোষ চাপাতেই থাকবো। মানুষের সহজাত প্রবনতা হোল নিজের ভুল , অন্যের উপরে চাপানো। এই গণ্ডি থেকে আমাদের বের হতে হবে। অন্তত শেয়ার ব্যবসা করতে হলে এই গণ্ডি থেকে আপনাকে বের হতেই হবে।
একজন ড. আতিউর রহমান যাবেন আর একজন আসবেন, আপনি কি মনে করেছেন অন্যজন আপনার কথা মত বা আপনার সাথে পরামর্শ করে শেয়ার বাজার সম্পর্কে সিধান্ত নিবে!! প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থেকে সফল হয়া যায় আপনার মনোযোগ সেদিকে থাকা উচিৎ, অন্যকারো দিকে না। অর্থ উপার্জন করা অতি কঠিন কাজগুলির অন্যতম.... সব যুগে , সব শ্রেণী পেশাতেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সেই বিখ্যাত উক্তি নিশ্চয় মনে আছে
"অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে" ..... কেন জানেন, কারণ তেলাপোকা সব কিছু খায়, সবখানে থাকে, সব পরিবেশে মানিয়ে চলতে পারে, মান অভিমান নাই, ইগো নাই, ইত্যাদি বহুবিধ কারণে । নিজেকে বদলান , এখনই সময়।
Jajak Allah dhonnobad...
ReplyDelete