আলহামদুল্লিলাহ..... কাঙ্ক্ষিত লাভ নিয়ে আজ OAL থেকে বের হয়ে গেলাম। যে ধরণের কনফারমেশান চাচ্ছিলাম OAL আজ তা দিতে ব্যার্থ হোল। শেয়ারটি থেকে বের হয়ে যাওয়াই যুক্তিযুক্ত মনে হোল। যদি কোন কারণে আমার এই মনে হওয়া ভুল প্রমাণিত হয় ... দুঃখ থাকবে না। আমি একজন প্রফেশনাল ... আমি কখনই ইস বলি না। সব ক্ষেত্রেই আলহামদুল্লিলাহ। আমি ম্যাপ মেনে চলি। ম্যাপের বাইরে আমি যেতে চাইনা। লাভ হলেও যেমন উল্লসিত হই না , লস হলেও বিমর্ষ হই না। চার্টের গুরুত্তপূর্ণ স্থানে OAL এর এই আচরণ ভালো লাগলো না। যদিও শেয়ারটি এখনো নিঃশেষিত হয়ে যায়নি ... তারপরেও আমি কিছু সাবধানী আচরণ করলাম। .... আল্লাহ ভরসা
DAFODILCOM... এখনো হোল্ড করছি। কাঙ্ক্ষিত লাভ হয়ে গিয়েছে ... আলহামদুল্লিলাহ। একবার মনে হোল ছেড়ে দিয়ে প্রফিট লক করি। কিন্তু হিসাব বলছে আগামী কাল মার্কেট ভালো থাকার সমূহ সম্ভাবনা আছে, সুতরাং আমি ছেড়ে দেবার সুযোগ পাবো ইনশাআল্লাহ্।
আরগন আছে। RAK ছেড়ে দিয়েছি বুধ আর বৃহস্পতিবার, আমি সুইং ট্রেডে বোনাস নেই না। ব্রোকারেজ হিসাব করলে কিছু লসই হয়েছে।
এবার আসেন মার্কেট নিয়ে কিছু কথা বলি। পৃথিবীর সবচেয়ে ঝুকিপূর্ণ পেশা কোনটি আমাকে জিজ্ঞাসা করলে , আমার উত্তর হবে " শেয়ার ব্যবসা " তাও আমাদের দেশের । F-16 বিমানের পাইলট জীবনের ঝুঁকি নিয়ে শত্রু অঞ্চলে ডগ ফাইটে গেলেও , তাদের সুরক্ষার জন্য নানা পদক্ষেপ নেয়া হয়, তাদের দীর্ঘ সময় প্রশিক্ষণ দেয়া হয়। আমদের দেশে যারা শেয়ার ব্যবসা করেন তাদের সুরক্ষার জন্য যেমন কোন পদক্ষেপ নেয়া হয় না, তেমনি আমরাও প্রশিক্ষিত না। তাই ঝুঁকি এখানে বেশী।
আমি কখনই বিশ্বাস করিনি মার্কেট ভালো হবে। ইনডেক্স গত জানুয়ারির ২৮ তারিখের পরে একবারের জন্য ৪৬০০ পার করতে পারেনি। যা ছিল অতি গুরুত্তপূর্ণ স্থান। জানুয়ারির ১২ তারিখেই আমি সাবধান করে পোষ্ট দেই , যা আমার গ্রুপে এখনো পিন পোষ্ট করা আছে। কাল হয়তো আমরা মার্কেট ভালো থাকতে দেখতে পারি। আমার হিসাবে তা সাময়িক। মার্কেটকে ভালো হতে হলে আরো অনেক পরীক্ষা দিতে হবে। ইনডেক্স নিয়ে আমার আগের এনালাইসিসগুলি আমার ওয়েব সাইটেই পাবেন। ইনডেক্স এর ব্যাপারে আমি এখনো নেগেটিভ।... আল্লাহ ভরসা
via argon kibole
ReplyDeleteNothing Special
Delete