‘ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গী এল দেশে.... বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কীসে?’ এই ছড়াটি শুনতে শুনতে ঘুমাইনি এমন বাঙ্গালী ছেলে- মেয়ে খুজে পাওয়া মুশকিল। বর্গী মানে মারাঠা। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বেই বর্গীরা সমগ্র বাংলায় হানা দিয়ে ছারখার করে দেয়। বর্গিদের আক্রমণ থেকে বাঁচতে ১৭৪২ নাগাদ কোলকাতা শহর ঘিরে ‘মারাঠা খাদ’ বা ‘মারহাট্টা ডিচ’ খোঁড়া হয়েছিল’।
না না এখন আর বর্গী নাই।... সত্যই কি নাই? যুগে যুগে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন নামে আমরা কি বর্গী দেখিনা!? আমাদের শেয়ার মার্কেটে কি আজকে বর্গীর আনাগোনা আপনারা লক্ষ্য করেননি?!! ২০১৬ সালে মার্কেট ভালো হবে, এমনটাই সবার আশাবাদ। মার্কেটকে ভালো বা খারাপ করার ক্ষেত্রে যারা নীতিগত সিধান্ত নিয়ে থাকেন তাদের কথাবার্তা আর কর্মকান্ডে ২০১৬ সালে মার্কেট ভালো হবে এমন আশাই আমি সাধারন বিনিযোগকারির মাঝে দেখেছি। সাধারন মানুষ আশা করেছিলেন ১৭৪২ সালে বর্গীর আক্রমন ঠেকাতে কোলকাতায় যে মারহাট্টা ডিচ খোঁড়া হয়েছিল আমাদের মার্কেটকে ঘিরেও হয়তো তেমন কোন খাল খনন করা হচ্ছে। কিন্তু সেই খাল কি সাধারন বিনিয়োগকারিদের বাঁচাতে , নাকি তাদের মারতে??? চোখ-কান খোলা রেখে সামনের দিনগুলিতে সাবধানে পদক্ষেপ নিবেন এই আশায়.....
MRP
Excellent Post Bro.... (y)
ReplyDeleteSalam via aktu kholakhuli bolen
ReplyDelete