মুসা যে এমন করবে তা আমি জানতাম। শুধু আমি না যারা আমাদের সেদিনের হাসি-তামাশায় অংশ নিয়েছিলেন তারা সবাই জানতেন। আমি ঠিক এমনই করতাম। তবে আমি কনফিডেন্ট ছিলাম সাইহাম কটন দাঁড়াবে না। গোটা টেক্সটাইল সেক্টর হাই প্রেসারে ছিল। Too far to fast. এই প্রেসার এখন রিলিজ হচ্ছে, প্রেসার রিলিজ হবার সময় সেগুলি তেমন বাড়েনি অথচ ভালো EPS দিয়েছে সেগুলিকে সাথে নিয়ে পড়ছে। নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?
ও বলতে ভুলে গিয়েছি বন্ধুরা আমাকে পলাশ নামে ডাকে
কেউ যদি মুসা কে নিয়ে আমার আগের পোষ্ট মিস করে থাকেন তবে এখানে CLICK করুন মুসা আমাকে ফোন দিচ্ছে আর বলছে," তুমি আমাকে মাপ করে দেও"। আমি বলি কিসের মাপ...তুমি ম্যানেজারকে পর্যন্ত সাক্ষী মানতে চেয়েছিলে। আমি যখন জ্বিজ্ঞাসা করেছিলাম কতগুলি নিয়ে এগ্রিমেন্ট করতে চাও , তুমি বলেছিলে ৫০০০০ কিনতে পারি , কিন্তু চুক্তি হবে ৫০০০ এ। লিখিত এগ্রিমেন্ট হয়েছে। টাকা ছাড়া শহরে ঢুকবে না। মুসা বলে দ্যাখো তুমি এমন করলে কিন্তু আমি হাউজে আসতে পারছি না ট্রেড করতে। আচ্ছা বলত CNA টেক্স কেমন হবে? কিনবো? আমি বলি আগের দেনাপাওনা আগে শোধ করো তার পরে অন্যকথা। মুসা কপট অনুনয় করে বলে , দ্যাখো আমার কিন্তু প্রেসার আছে , আমাকে মাপ করে দ্যাও। তোমাকে সিঙ্গারা খাওয়াবো। আমিও কপট রাগ নিয়ে বলি আচ্ছা সামনাসামনি দ্যাখা হোক বিবেচনা করে দেখব।
সিরিয়াস হই এবার ___ ৪৫৯৫ থেকে ৪৬৪০ __ ইনডেক্স এ নানা মুখি ইকুয়েশান হয়ে আছে, যদি H&S প্যাটার্ন হয় তবে হয়তো ৪৬৪০ এ একবারের জন্য হলেও আমরা মার্কেট দেখবো ইনশাআল্লাহ্। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে অতদুর মার্কেট যাবে না_ বাকিটা আল্লার ইচ্ছা... আল্লাহ ভরসা


No comments:
Post a Comment