Published
December 27 ,2015
ফেবুতে কয়েক জায়গায় শেয়ারটি নিয়ে পোষ্ট দেখলাম আগ্রহ হোল টেকনিক্যালি কেমন আছে তা দেখার বেশ মজার একটি সিনারিও তৈরি হয়ে আছে.....প্রথমত মান্থলি চার্টে বেজ লাইনে ডবল বটম হয়ে আছে একটি হ্যামার দিয়ে , সাপ্তাহিক চার্টে মর্নিং ডজি স্টার হয়ে আছে আর ডেইলী চার্টে ইঙ্কমপ্লিট হেড সোল্ডার হয়ে আছে ; এর পাশাপাশি মেজর ইন্ডিকেটরগুলি ডাইভারজেন্স দেখাচ্ছে।
বিগার টাইম-ফ্রেমে সাপ্তাহিক চার্টে মর্নিং ডজি স্টার বেশ ভালো বুলিস ক্যান্ডেল ফরমেশান..... এই ফরমেশানে এন্ট্রি কৌশল হলো লাষ্ট ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে।আর স্টপ লস ডজির লো এর কিছু নীচে । তবে একটি বিষয় মনে রাখা ভালো শুধু ক্যান্ডেল ফরমেশান দেখে এন্ট্রি বা Exit রেকমেন্ড করা হয় না। ।.... আল্লাহ ভরসা
No comments:
Post a Comment