Friday, January 15, 2016

UPGDCL


Published
December 23 ,2015

UPGDCL... সাইড ওয়ে ওয়াক এর একটি চমৎকার উদাহরণ শেয়ারটি, প্রায় ৭৩ দিন। ভলিউমও খুব শান্ত।... দুটি অর্থ হতে পারে হয় একুমুলেশান হচ্ছে , নয়তো শেয়ারটির প্রতি কারো আগ্রহ নাই। 
Bullish scenario: 
ধরে নিলাম একুমুলেশান হচ্ছে.. এই প্রক্রিয়াটি এতটাই ধূর্ততার সাথে করা হয় , যারা দূর্বল তারা এই ধূর্ততার কাছে বেশিক্ষণ টিকতে পারে না। এই খানে মাঝেমাঝে মধ্যেই shakeout দেখতে পাওয়া যায়, কখনো কখনো সাপোর্ট লাইনের নীচে প্রাইস নিয়ে আসা হয় প্যানিক সৃষ্টি করা আর স্টপ লসগুলি নেয়ার জন্য্‌ বেশিরভাগ সময় এই সাপোর্টের লাইনের উপরে খুব তারাতারি পুনরায় প্রাইস নিয়ে আসা হয়। যদি সাপ্লাই বেশি থাকে শেয়ারটি পড়তেই থাকে;তবে অবস্থা দৃষ্টে মনে হয়না এমনটি হবে... যে মাইনোর রাইজিং ট্রেন্ড লাইন শেয়ার টি ব্রেক করেছে ১৩ তারিখে তা দ্রুত পুনরুদ্ধার করা উচিত ।যদি নাও হয় তারপরেও ১৩০ এর নীচে শেয়ারটির নামা বিপদজনক হয়ে উঠতে পারে,সেক্ষেত্রে Bullish scenario আর কার্যকর থাকবে না। টার্গেট আপাতত ১৭৩
Bearish Scenario: 
শেয়ারটি সাইড ওয়ে মুভে থাকলেও চমৎকার হাইয়ার হাই এবং হাইয়ার লো করে আসছিল.. কিন্তু এই ধারাবাহিকতার পতন দেখতে পাই। আর তা যদি অব্যাহত থাকে তবে গুরুত্তপূর্ন ১৩০/১৩১ লেভেল ভেঙ্গে যাবার সমূহ সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে ডাউন টারগেট ১০৮.
কি করা উচিতঃ কেনার ক্ষেত্রে ১৪৮ লেভেল ব্রেক করা  পর্যন্ত অপেক্ষা করা..যদি ১৪৮ লেভেলে ব্রেক আউট যদি সফল হয় তখন কেনার চিন্তা করা । আর যাদের কেনা আছে ,এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দামে কেনা থাকার কারনে সিধান্ত ও ভিন্ন ভিন্ন হবে্‌, ধন্যবাদ ...... আল্লাহ ভরসা

No comments:

Post a Comment