Friday, January 15, 2016

TITASGAS

Published
December 19 , 2015 



TITASGAS....এ ধরণের শেয়ার এর এনালাইসিস দেয়া কঠিন।পড়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভাবে পড়ে যাছে। যারা VSA এনালাইসিস করেন তারা মার্ক ডাউনের চমৎকার ব্যাখ্যা দিতে পারতেন; এই বিষয়ে আমার জ্ঞান সীমিত... অল্প বিদ্যা সবসমই ভংকর।আসলে লাভের অর্ধেক নিয়ে নেয়ার ভয় শুধু তিতাস না অন্যান্য সরকারী জ্বালানী খাতেও পড়েছে। টেকনিক্যাল সেট আপ যা হয়ে আছে তা খুবই সরল..... ডাউন চ্যানেলের নীচের লাইনেই বর্তমান দাম। এর সাথে যে ছোট্ট রিঅ্যাাকশান বাউন্স হয়েছিল তার ১২৭.২ ফিব পয়েন্ট ম্যাচ করেছে। আশা করাই যায় আবারো ছোট্ট একটি রিএকশান বাউন্স।তবে খুব বড় ধরণের আপ মুভ আমি এখনই আশা করছিনা।হয়তো সাইড ওয়ে কন্সলিডেশান চলবে।তবে কোন কারনে যদি এই সাপোর্ট ভেঙ্গে যায় তবে ৪০ এর নিচে নেমে গেলে বড়ই অবাক হবো ,তবে তা হবে সত্যই বিশ্বয়কর _____ ট্রেডের ক্ষেত্রে এই লেভেলে
একটি বুলিস ক্যান্ডেলের অপেক্ষা করা উচিৎ। হ্যামার, এঙ্গুলফ , পিয়ারসিং বা এই ধরণের কিছু।...       আল্লাহ ভরসা।

No comments:

Post a Comment