Published
January 23 , 2016
Weekly chart
শেয়ারটি নিয়ে একাধিক রিকোয়েস্ট ছিল। আমরা যদি লংগার টাইম-ফ্রেমের উইকলি চার্ট এর দিকে তাকাই , তবে যে কারোরই ভালো লাগবে। কারণ গুলি বলছি;
প্রথমত.... শেয়ারটি দীর্ঘমেয়াদি শক্ত সাপোর্ট জোনের উপরে আছে,
দ্বিতীয়ত ... এই সাপোর্ট ভেঙ্গে গিয়েছিল, যা অত্যান্ত শক্ত হাতে পুনরুদ্ধার করেছে SALAMCRT , শুধু পুনরুদ্ধার করেই ক্ষান্ত হয়নি , রিটেষ্টও করেছে বীরের মতো হ্যামার দিয়ে।
তৃতীয়ত.... মিড-ট্রাম ফলিং ট্রেন্ড লাইন has been taken successfully এবং এক্ষেত্রেও যে হ্যামার দিয়ে হরাইজন রিটেষ্ট করা হয়েছিল সেই হ্যামারই ব্যবহার করা হয়েছে রিটেষ্টে ।
Daily chart
Daily chart
এইবার আসেন দেখি ডেইলি চার্ট কি বলে.... ডেইলি চার্টে মাইনর ডবল টপ হয়ে আছে, আর এই লেভেল ৩১.৫০ থেকে ৩১.৭০ । যে বীরত্ত এস আলম লংগার টাইম-ফ্রেমে দেখিয়েছে তা সর্টার টাইম-ফ্রেমে দেখাবে এমনটি আমি আশা করছিনা। আমি আশা করছি এখানে এস আলম হালকা বাধার সম্মুখীন হয়ে হোঁচট খাবে। তবে সাপ্তাহিক বীরত্তের ধারা অব্যাহত থাকলে এই বাধাও এক সময় এস আলম পার করবে এবং ৩৫ থেকে ৩৭ গিয়ে আপাতত থামবে।
কি করা উচিৎ :
যাদের আগে কেনা আছে, ম্যাচুঊর হয়ে আছে দিন শেষে অবস্থা বুঝে আংশিক প্রফিট নিতে পারেন। তবে যারা দীর্ঘ মেয়াদে আছেন তাদের কথা আলাদা। যারা কিনতে চান তারা ৩১.৭০ পার করে শক্ত অবস্থান না নেয়া পর্যন্ত অপেক্ষা করেন। শেয়ারটির স্টপ লস ২৮ টাকা। ধন্যবাদ


No comments:
Post a Comment