Published
January 01 ,2016
January 01 ,2016
Published
May 29, 2015
শেয়ারটি নিয়ে ২৯ মে , ২০১৫ তারিখে আমার এনালাইসিস ছিল তাতে দেখানো ছিল শেয়ার টি ৫৫ থেকে ৬০ এ নামতে পারে ; ৬৩ পর্যন্ত নেমেছিল, এখন শেয়ার টি একটি মজার জায়গায় এসে দাঁড়িয়েছে....
প্রথমত... যে চ্যানেল দিয়ে শেয়ার টি নীচের দিকে নামছিল তা ব্রেক করে চ্যানেল থেকে বের হয়েছে, এবং উপরের দিকে যাবার চেষ্টা করছে।
দ্বিতীয়ত... কিন্তু উপরের দিকে যাবার পথে চীনের প্রাচীর হয়ে আছে , ফিব কনফ্লুয়েন্স এবং একটি মেজর মুভিং এভারেজ। যদি কোন কারণে এই প্রাচীর ভেঙ্গে ফেলতে পারে তবে , Three Drives এর তিন নাম্বার ওয়েব রান করার সমূহ সম্ভাবনা আছে।। সেক্ষেত্রে টার্গেট ৯৫ থেকে ১০০
তৃতীয়ত... যদি এই প্রাচীর না ভাঙ্গতে পারে । সে সম্বভাবনাও একেবারে কম না , দাম আবার ৬০
কি করা উচিৎ....
প্রাচীর ভাঙ্গার জন্য অপেক্ষা করা উচিৎ ..অন্তত ৭০ এর উপরে শক্ত অবস্থান নিলে এন্ট্রি দেয়া উচিৎ ।


No comments:
Post a Comment