Tuesday, January 26, 2016

MONNOCERA

মুন্নু সিরামিক কেন কালকেই কিনেছি... ?? পরে আমি হিসাব মিলাতে পারিনি। নিজের প্রতি কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে। একজন এনালিষ্টের প্রধান বৈশিষ্ট হোল নিজের নার্ভ ঠিক রাখা। ফোরেক্স ট্রেডিং এ যে ইন্সটিটিউট গুলি আছে, বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যারা ব্যবসা করে। তাদের বেশ কয়েকজন রিস্ক ম্যানেজার থাকে। কয়েকজন এলালিষ্টের টিম লিডার তিনি। আপনি গেলেন চাকরি করতে, আপনাকে একটি ডেস্ক, পিসি, ধরেন এক মিলিয়ন ডলার দিলো। আপনি পরের দিন এক মিলিয়ন দুই মিলিয়ন করে দিলেন ... তার পরেও হয়তো আপনাকে চাকরি হারিয়ে বাড়ি আসতে হতে পারে.. যদি না আপনি নার্ভ ঠিক না রেখে ,নিয়মের বাইরে গিয়ে ট্রেড করেন।
আপনার কাছে ট্রেড হবে বোরিং। বোরিং!!! হ্যা বোরিং,  সাকালে ঘুম থেকে উঠে সেভ করা যেমন বোরিং, সাপ্তাহিক বাজার করা যেমন বোরিং তেমন। কোন উত্তেজনা নাই। আপনার কাছে ম্যাপ থাকবে, কোথায় এন্ট্রি দেবেন, কোথায় লাভ নিবেন, কোথায় লস স্বীকার করে নিবেন। তাই বোরিং। 
অথচ আমি নিজে মুন্নু সিরামিক ম্যাপ ফলো করিনি। ম্যাপ অনুযায়ি এন্ট্রি ৪৩.৩০ এর উপরে। আমি কিনেছি ৪১.৫০ করে। কয়েকটি পজেটিভ দিকছিল..... ২১ দিনের EMA , রাউন্ডেড বটম বললে কি ভুল হবে?, যাদি ভুল না হয় তবে রাউন্ডেড বটম চমৎকার একুমুলেশান এর ইঙ্গিত দেয় , আর কিছু সেন্টিমেন্ট এনালাইসিস। না; কিনার জন্য বিরিক্ত হইনি , বিরক্ত হয়েছি নিয়মের বাইরে যাবার জন্য। আল্লাহ ভরসা


1 comment: