Thursday, January 14, 2016

Ichimoku Cloud






Ichimoku Cloud শুনে মেঘের কথা ননে এলেও_ আসলে তা বেশ কয়েকটি ইন্ডিকেটরের যোগফল। এই ইন্ডিকেটর গুলি আমাদের সাপোর্ট রেজিস্টেন্স, ট্রেন্ড এর গতি পথ এবং trading signals দিয়ে থাকে তাও আবার একসাথে। মজার একটা ইনডিকেটর। Ichimoku Kinko Hyo ইংরেজি করলে দাঁড়ায় one look equilibrium chart. অর্থাৎ আপনি যেমন ট্রেন্ড জানতে পারবেন তেমনি বাই- সেল সিগন্যাল, এর পাশাপাশি সাম্ভাব্য গতি কোন দিকে যেতে পারে তা অনুমান করতে পারবেন।

Ichimoku Cloud এ পাঁচটি লাইন থাকে___

Tenkan-sen (Conversion Line):(9-period high + 9-period low)/2__ খুব সরল হিসাব ৯ দিনের হাই-লো এর গড়।

Kijun-sen (Base Line):(26-period high + 26-period low)/2__ ২৬ দিনের হাই-লো এর গড়_ অনেকটা MACD এর হিসাবের মত ।

Senkou Span A (Leading Span A): (Conversion Line + Base Line)/2___ Base Line আর Conversion Line এর গড় . Senkou Span A একই সাথে মেঘের দুই বাউন্ডারির একটি হিসাবে কাজ করে। একে Leading বলা হয় কারন এটি সর্বচ্চ ২৬ পিরিওড কে হিসাবে রেখে ক্যাল্কুলেশান করা হয় এবং ক্লাউডের দুই বর্ডারের সবচেয়ে দ্রুতগতির।

Senkou Span B (Leading Span B): (52-period high + 52-period low)/2___ ক্লাউডের অন্য বাউন্ডারি বা বর্ডার এটি। ৫২ দিনের হাই-লো এর গড়। এটি Span A এর থেকে ধির গতির।

trading strategy এর ক্ষেত্রে চারটি বিষয় খেয়াল রাখবেন___ bullish signal এর বেলায় 

১ price cloud এর উপরে অবস্থান করছে ,

২ cloud এর Leading Span A , Leading Span B কে ক্রস করছে _ অন্য সফটওয়্যার এ এক্ষেত্রে ক্লাউডের রঙ পরিবর্তন হয়ে যায় লাল থেকে সবুজে কিন্তু trading view সফটওয়্যার এ এই সুযোগ নাই_ এখানে ক্লাউদের রঙ সবসমই এক থাকে--

৩ price_ Base Line কে অতিক্রম করলে মোমেন্টাম বুঝায়।

৪ Conversion Line যখন Base Line কে অতিক্রম করে তখন মোমেন্টাম এর শক্তি বুঝায়

এর উল্টা Bearish Signal এর ক্ষেত্রে প্রযোজ্য হবে__
আপনারা আরও বেশি নিজেরা পড়াশুনা করেন __ আপনাদের আগ্রহ তৈরির জন্য এই সংক্ষিপ্ত article দেয়া। এতো অল্প পরিসরে ইচিমোকু মেঘ বুঝানো সম্ভব না _ আর যে কোন strategy বা Indicator এর সফলতা নির্ভর করে বারবার ব্যবহার এর উপরে। practice makes a man perfect . 

আল্লাহ ভরসা। 

1 comment: