Published
January 20, 2016
যারা আশা করছেন ইনডেক্স বাড়বে তারা বোকার স্বর্গে বাস করছেন। লাল পাতাকা পিন করে রেখেছি গ্রুপ এ । আমরা যদি সচেতন না হই, তবে বারবার প্রতিবার গেম মেকাররা জিতবে আর আমরা হারবো। মানুষ না খেয়ে মরে না .. খেয়েই মরে। সাতদিনের অভুক্ত মানুষকে খাবার খেতে দিলে আর সে যদি অনেকখানি খাবার একবারে খেয়ে নেয় বমি হতে বাধ্য। খরা আর বন্যা কোনটি মানুষের বেশী ক্ষতি করে তা বিবেচনার বিষয় হতে পারে , তর্ক থাকতে পারে; কিন্তু খরার থেকে বন্যায় যে খয় ক্ষতি বেশী হয় এতে মনে হয় কারো দ্বিমত থাকবে না
এখন আমরা প্রার্থনা করতে পারি আল্লার কাছে ইনডেক্স যেনো ৪৬৪৫ না ভাঙ্গে। যদি ভাঙ্গে তবে পরবর্তি গন্তব্য দেখানো আছে।
মগ ডালের শেষ ফল কখন খেতে হয় না। ফল্টি যেমন থাকে অনেক উঁচুতে, পাড়তে যেমন থাকে অনেক ঝুকি, আর যদি পাড়তে পারেনও , হাতে নিয়ে হয়তো দেখবেন ফলটি পোকায় ধরা। আল্লাহ ভরসা
No comments:
Post a Comment