Published (expired )
December 16,2015
অনেকগুলি কারনেই বলা যায় শেয়ারটি আপাতত থামবে বলে মনে হচ্ছে। প্রথমত প্রভিয়াস সুইং হাই লেভেলের রেজিস্টেন্স মুখে পড়েছে এবং পিন বার তৈরি করেছে , মেজর ইনডিকেটর গুলি প্রায় সবগুলিই ওভার ভট পজিশানে আছে - এর পাশাপাশী BUMP and RUN pattern তৈরি করেছে। ৮৪ ডিগ্রি এঙ্গেলে একটি শেয়ার বেড়ে যাচ্ছে !!!!! সাধারনত এতো হাই ডিগ্রি এঙ্গেল একটি শেয়ার ধরে রাখতে পারে না, প্রায় অসম্ভব ; প্রায় বলছি...দুইএকটি ব্যাতিক্রম দেখেছি, হাক্কানি তার একটি উদাহরণ। শেয়ার ব্যবসাতে আমি রক্ষনাক্তক, আমি হলে বিক্রি করার চেষ্টা করতাম । আপনি যদি এগ্রেসিভ হন তবে পরের ক্যান্ডেল দেখতে পারেন । যদি জানা থাকে তবে এইক্ষেত্রে ট্রেলিং স্টপ প্রযোগ করে দেখতে পারেন। নিজ বিবেচনা কাজে লাগান আল্লাহ ভরসা
No comments:
Post a Comment