Published
January 07, 2016
আমার এক বন্ধু আছে নাম জানিনা।ছদ্দ নামেই লিখেন।Durango, Colorado __ USA এর বাসিন্দ। সে উলফ ওয়েব ছাড়া কিছুতেই ব্যবসা করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ। কিভাবে কিভেবে যেনো প্রায় প্রতিটি চার্টেই উলফ ওয়েব বের করে ফেলেন। যদি AFCAGRO এর চার্ট দিতাম নিশ্চিত থাকেন;এই এনালাইসিস ছাড়া তার পক্ষে অন্যকোনো এনালাইসিস করা সম্ভবই হতো না।আমি একটু ব্যখ্যা দেই ; ৬৯.৫০ এ শেয়ার টি বাধার মুখে পড়বে।আগামী দিনই শেয়ারটি না কিনে অপেক্ষা করেন, কিছু কমার জন্য, কিছু কমে যখন আবার বৃদ্ধি পেয়ে ৬৯.৫০ পার করবে তখন কেনা সঠিক হবে। ৬৩.৫০ এর নীচে নেমে গেলে বিপদের সম্ভাবনা থাকবে।সামর্থ অনুযায়ী স্টপ লস সেট করে নিবেন। প্রফিট টার্গেট চার্টে দেখান আছে। কেনাবেচা নিজ দ্বায়িত্তে করবেন.....আল্লাহ ভরসা
No comments:
Post a Comment