JANUARY-7, 2016
ACI....এমিব্রকার আর ট্রেডিং ভিউ এ দুই রকমের রিডিং।এমিব্রোকারের আন-এডজাষ্টেড ডাটা যারা ফলো করবেন তারা ভুলেও ACI এর দিকে যাবেন না অন্তত ৩৪০এ না নামা পর্যন্ত তো অতি অবশ্যই না।অতি ভয়ঙ্কর জ্যামিতিক প্যাটার্ন হয়ে আছে-আর টার্গেট দেখাচ্ছে ৩৪০
এবার আসেন ট্রেডিং ভিউ এর এডজাষ্টেড ডাটা দিয়ে এনালাইসিস করি.....হ্যা এখানে কিছু আশা দেখা যাচ্ছে।তবে কিছু শর্ত সাপেক্ষে
প্রথমত...ABCD এর D পয়েন্টে খুব স্বাভাবিক ভাবেই প্রাইস বাউন্স করার কথা ছিল;করেছে।কতটুকু করবে তার একটা হিসাব আছে...হিসাব হলো।..CD লেগের ৫০% তবে খুব বুলিস মুডে থাকেল ৮৮.৬% .....CD লেগের ৫০% ছিল ৫৮২ এবং ACI ৫৭৫ উঠে মাথা নীচের দিকে নামিয়েছে...আর CD লেগের ৮৮.৬% হোল ৬৪৫ ।
ধরে নিলাম ACI বুলিস মুডে আছে এবং ৬৪৫ পর্যন্ত যাবে.. যা কিনা CD লেগের ৮৮.৬%।।.তাহলে এর এন্ট্রি কৌশল কি হবে?? খুবই সহজ অপেক্ষা করেন ৫৮২ পর্যন্ত যা কিনা CD লেগের ৫০%।তার পরে এন্ট্রি দেন।স্টপ লস সেট করে নিবেন কিছু নীচে..নিজের ঝুকি নেবার সামর্থের উপরে। সেক্ষেত্রে আল্লাহ চাইলে নিশ্চিত লাভ ৬০ টাকা.
টেকনিক্যাল এনালাইসিস করে শেয়ার কিনলে লাভ কিন্তু এইটুকুই ।ঝুকি যেমন নাই - লাভ ও তেমন নাই
আল্লাহ ভরসা
No comments:
Post a Comment